লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : জেলার লামায় আজ ভোর রাতে বন্যহাতির আক্রমণে জহুরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত জহুরা বেগম সরই ইউনিয়নের ফজলুল হক এর স্ত্রী। স্থানীয় বাসিন্দা মাস্টার মো. শহিদুল্লাহ জানান, ভোররাত চারটার দিকে বন্য হাতির দল ওই উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া আগা নামক স্থানে আক্রমণ করে। পরে বন্য হাতির পালটি তান্ডব চালিয়ে ৮/১০ টি ঘরবাড়ি ভেঙ্গে ফেলে। এ সময় সামনে থাকা জহুরাকে একটি হাতি সুর দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বন্য হাতির পালে ১৪টি হাতি ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো; শফিউল আলম বলেন, লাশটি উদ্ধারে ওই এলাকাটিতে আমরা যাচ্ছি । (বাসস) Share this:FacebookX Related posts: প্রতিষ্ঠালগ্ন থেকে বেতনভাতা পাচ্ছেন না লামার ধুইল্যাপাড়া স্কুলের শিক্ষকরা চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় মসজিদের জায়গা জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন টেকনাফ থানার ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: নারীর মৃত্যুবন্য হাতির আক্রমণলামা