নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০৩ জন আসামির নাম উল্লেখসহ ৮শ জনের নামে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতে এসআই মোজাম্মেল হক বাদি হয়ে করা এ মামলায় পুলিশ ইতিমধ্যে দু’পক্ষের দুই শীর্ষ নেতা জিল্লুর রহমান চেয়ারম্যান ও কাউছার মোল্লাসহ ৪২ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতিমধ্যে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বহু হতাহতের ঘটনাও ঘটে।

পূর্ব বিরোধের জের ধরে গত রোববার সকালে দুই গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। এ সময় একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে কাউছার মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষ চেয়ারম্যান জিল্লুর রহমানের পক্ষের মোবারক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির একটি পা কেটে হাতে নিয়ে গ্রামে ‘আনন্দ মিছিল’ করতে দেখা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন রাতে জানান, মারামারি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্য আহত হওয়ায় ১০৩ জনের নামসহ প্রায় ৮শ দাঙ্গাবাজকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই শীর্ষ দলনেতাসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে যে ব্যক্তির পা কেটে নেওয়া হয়েছে, সে বিষয়ে আরেকটি মামলা নেওয়া হবে।