বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় বিজিবির আরও দুই জওয়ান আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে উপজেলার হ্নীলার হোয়াব্রাং পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া উপজেলার কুতপালং ৫ নং ক্যাম্পের ব্লক-জি-২/ই এর শেড নং-৪৫১২৮৪ এর বাসিন্দা মো. আলম (২৬) ও ২ নং বালুখালী ১৮ নং ক্যাম্পের ব্লক নং- কে/৩ এর বাসিন্দা মো. ইয়াছিন (২৪)।

আহতরা হলেন, ল্যান্স নায়েক মো. আব্দুল কুদ্দুস ও নায়েক শাকের উদ্দিন।

সূত্র জানায়, রোববার দিবাগত রাতে টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল হোয়াব্রাং সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে যায়। কিছুক্ষণ পর ৩/৪ জন লোক বস্তা নিয়ে নাফ নদী থেকে কিনারায় আসতে দেখে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করে। এ সময় মাদক কারবারী গ্রুপের সদস্যরা গুলিবর্ষণ করলে বিজিবির দুই সদস্য আহত হলে বিজিবি জওয়ানরাও আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে মাদক কারবারীদের কয়েকজন গুলি ছুঁড়তে ছুঁড়তে কেওড়া বাগান হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা, একটি চায়না পিস্তল ও তাঁজা দুই রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে আটক করে।

আহত বিজিবি ও গুলিবিদ্ধ মাদক কারবারীদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাইকে চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারীদের আরও উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার পৃথক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।