মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

আব্দুর রহিম,জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বগড়া চাকমা ওরফে অর্জুন চাকমা (৩৮) নামে এক স্বশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার চৌদ্দখ্য পাড়া (সাপমাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বগড়া চাকমা প্রসীত বিকাশ সমর্থিত ইউনাইটেড পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) পোস্ট পরিচালক বলে জানা যায়। এবং সে খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের বাজি চাকমার ছেলে।

জানা যায়, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ সমর্থিত ইউনাইটেড পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্টের পোস্ট পরিচালক বগড়া চাকমা ওরফে অর্জুন চাকমা (৩৮) নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের তাজা গুলি এবং পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।এবং লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।