বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (১৯) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেরুন নেছা এলাকার আবুল হোসেনের ছেলে। সে চলতি বছর চৌধুরীহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে। নিহতের বন্ধু মুরাদুল ইসলাম জানান, বুধবার সকালে এক বন্ধুসহ ফেনী কারিগরি প্রশিক্ষণ গিয়েছিলেন জাকির। বিদেশ যাওয়ার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে সে তিনদিনের একটি প্রশিক্ষণ নিচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে ক্লাস শেষে সেখান থেকে দুপুরে ফেরার পথে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন-সহপাঠীদের আহজারিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, জাকির ক্লাস শেষ করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। মোটরসাইকেল চালক আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে আন্তঃজেলা নারী চোর চক্রের ছয়জন নারী সদস্যসহ আটক-৭ লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড হাতিয়ায় এক ডাক্তারসহ নতুন আক্রান্ত ১৭জন নদী ভাঙ্গণের কবল থেকে রক্ষা পেতে চায় চর এলাহির বাসিন্দারা বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা-সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত গৃহবধূকে নির্যাতন: পিবিআইতে মামলা হস্তান্তর হাতিয়ায় ইউএনওর প্রত্যাহার দাবিতে শিক্ষকদের বিক্ষোভ খাগড়াছড়ির ২উপজেলায় শেষ হলো ইউপি নির্বাচন ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের নোয়াখালীতে হত্যার পরে গৃহবধূর পা বাধা লাশ ফেলে রাখা হয় খালে চট্টগ্রামে মুরগীসহ খামার পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যু খবরে মায়ের মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কলেজছাত্র জাকিরেরবিদেশ যাওয়ামোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুহলোনা