পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ২

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের লামাবায়েক গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান (২২) ও সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুঁটকির টাকা পাওনা ও বিয়ের দাওয়াত না দেওয়া নিয়ে লামাবায়ক গ্রামের বেপারী বাড়ি ও মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেওয়ার সময় বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বেপারী বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। আলী আজম এ সময় দুলালকে চড় মারেন।

এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে বেপারী বাড়ির ইশান ঘটনাস্থলেই নিহত হন। এতে গুরুতর আহত হন একই বাড়ির মনির ও উভয়পক্ষের আরও ১০ জন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মনিরও মারা যান। বাকি আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাংবাদিকদের বলেন, গলায় আঘাতের কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে ইশান মারা গেছেন। নিহত মনিরের বুকে রক্তাক্ত জখম দেখা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।