কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : উখিয়ার রেজুখাল মোহনার ঝাউবনে সন্দেহভাজন একটি ছোট কাঠের নৌকায় অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার পিস ইয়াবা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের হিমছড়ি বিসিজি ষ্টেশনের সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সকালে কক্সবাজারের উখিয়ার রেজুখাল মোহনার বিপুল পরিমান এই ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের আগে টের পেয়ে যাওয়ায় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও নৌকা রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন।