দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ অনলাইন ডেস্ক : ফেনীর মাহবুবা তাবাসসুম ইমা দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার অর্জন করেছে। দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের অন্তর্ভূক্ত হ্যালো বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছে মাহবুবা তাবাসসুম ইমা। বুধবার রাতে ভার্চুয়াল (অনলাইন) প্রোগ্রামে পুরো বাংলাদেশের হ্যালোর সাংবাদিকদের উপস্থিতিতে বর্ষসেরা প্রতিবেদকের নাম ঘোষণা করেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরুজ খালেদি। তিন ক্যাটাগরিতে ১৫ জনের নাম ঘোষণা করা হয়। এতে ইমা প্রথম ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছে। ভার্চুয়াল (অনলাইন) প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাহিত্যিক ও লেখক জাফর ইকবাল, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ। ভার্চুয়াল সভায় সারা বাংলাদেশের হ্যালোর সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হ্যালোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম স্থান অধিকারী শিশু সাংবাদিকরা ১৫ হাজার টাকা, দ্বিতীয় অধিকারী শিশু সাংবাদিকরা ১০ হাজার টাকা এবং তৃতীয় অধিকারী শিশু সাংবাদিকরা ৫ হাজার টাকা পুরস্কার পাবে। সঙ্গে সনদ তো থাকছেই। মাহবুবা তাবাসসুম ইমা আরো জানায়, ‘বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম ভাইয়ার কাজ থেকে গত বছর হ্যালো সম্পর্কে প্রথম ধারণা পেয়ে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করি। বাড়ি ফেনী হলেও পড়ালেখার জন্য ঢাকায় অবস্থান করায় ফেনীর পাশাপাশি হ্যালোর ঢাকা অফিসে কাজ চালিয়ে যেতে থাকি। গত এক বছরের কর্মকান্ডে আমাকে বর্ষ সেরা প্রতিবেদক ১ম ক্যাটাগরিতে যোগ্য মনে করার জন্য বিডিনিউজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি। আমি যা শিখেছি হয়তো হাজার টাকার মূল্যে তা কিনা যাবে না। তবে ফেনীর নাজমুল হক শামীম ভাইয়া ও ঢাকা অফিসের ইসরাত জাহান মনিকা আপুর কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।’ রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুবা তাবাসসুম ইমা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। সে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন এনসিটিএফের ফেনী জেলা সভাপতি ও চাইল্ড পার্লামেন্টের প্যানেল ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া সারা বাংলাদেশের শিশুদের এবং কিশোরীদের নিয়ে কাজ করা সংগঠন স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের সাথে ডিভিশনাল লিডার হিসেবে কাজ করছে। এছাড়া ইমা ঢাকা ব্ল্যাক সেড লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। গত ২৮ অক্টোবর ফেনীতে সদর উপজেলা পরিষদে এক ঘন্টার জন্য প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন মাহবুবা তাবাসসুম ইমা। নারীর ক্ষমতায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্স কর্তৃক আয়োজিত প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়েস বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ, আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় ওইদিন বিকাল ৪টা ৩০মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘন্টার জন্য ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমের কাছ থেকে ক্ষমতা বুঝে নেন কলেজ ছাত্রী। প্রসঙ্গত, শিশুদের নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩১ মার্চ। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা। Related posts: বাজেট প্রস্তাবে কোন মন্ত্রণালয় ও বিভাগ কত কোটি টাকা বরাদ্দ পেল ‘ক্লিন’ রেজাউলের বিপরীতে ৪৮ মামলার আসামি শাহাদাত বছরে ১০ কোটি টাকা আয় তাপসের, মামলার আসামি ইশরাক বাগেরহাটে বাড়ছে কিশোর অপরাধ রাষ্ট্রপতির পুরস্কার পেল ১৯ শিল্প প্রতিষ্ঠান আসন্ন পুলিশ সপ্তাহে ছয়টি ক্যাটাগরিতে ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য ফেনীতে আাল্লাহ ও রাসূলের নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য গৌরীপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে গণমাধ্যম কর্মীরা হাসপাতালগুলোতে শ্বাসকষ্টের শিশু রোগী বাড়ছে উদ্বোধনের অপেক্ষায় ফেনীর চর মজলিশপুরের মাওলানা ঘাট সেতু গাড়ি নেই আতিকের, সম্পদ বেশি তাবিথের একীভূত হচ্ছে শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: দেশ সেরাপুরস্কার পেলফেনীর ইমাশিশু সাংবাদিক’র