স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

অনলাইন ডেস্ক : ফেনীর সোনাগাজীতে ভাতিজিকে (১৪) ধর্ষণের অভিযোগে চাচাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি (তদন্ত) আাবদুর রহিম সরকার।
আটক তমিজ উদ্দিন নয়ন (৫০) সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ছানি মাঝির নতুন বাড়ি বাসিন্দা।

নয়ন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি ভুক্তভোগীর বাবার চাচাতো ভাই।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ০১ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাবার সময় ভাতিজিকে জোর করে বাজারের নিজ দোকানে নিয়ে ধর্ষণ করে চাচা নয়ন। ভয়ে মেয়েটি ঘটনাটি কাউকে জানায়নি। বৃহস্পতিবার সকালে সে বিষয়টি তার মাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

তবে নয়ন প্রভাবশালী বিধায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয়নি। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে রাতেই তাকে আটক করে।

জানা গেছে, মেয়েটির বাবা একজন কাঠুরে। তিনি গাছ কেটে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগী জানায়, এ ঘটনা কারো প্রকাশ করলে তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয় নয়ন।

সোনাগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ‘এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’