স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০ অনলাইন ডেস্ক : ফেনীর সোনাগাজীতে ভাতিজিকে (১৪) ধর্ষণের অভিযোগে চাচাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি (তদন্ত) আাবদুর রহিম সরকার। আটক তমিজ উদ্দিন নয়ন (৫০) সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ছানি মাঝির নতুন বাড়ি বাসিন্দা। নয়ন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি ভুক্তভোগীর বাবার চাচাতো ভাই। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ০১ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাবার সময় ভাতিজিকে জোর করে বাজারের নিজ দোকানে নিয়ে ধর্ষণ করে চাচা নয়ন। ভয়ে মেয়েটি ঘটনাটি কাউকে জানায়নি। বৃহস্পতিবার সকালে সে বিষয়টি তার মাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে নয়ন প্রভাবশালী বিধায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয়নি। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে রাতেই তাকে আটক করে। জানা গেছে, মেয়েটির বাবা একজন কাঠুরে। তিনি গাছ কেটে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগী জানায়, এ ঘটনা কারো প্রকাশ করলে তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয় নয়ন। সোনাগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ‘এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ Share this:FacebookX Related posts: টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক মাকে পাঁচ টুকরো করে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ঘাতক ছেলে গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ মেয়েকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ, প্রধান আসামি আটক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: আ'লীগ নেতা আটকধর্ষণের অভিযোগেস্কুলছাত্রীকে