বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

সুজন ভট্টাচার্য্য, বান্দরবান : বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ টি অনুমোদনহীন ইটভাটার ইট গুড়িয়ে দিয়ে ১৮ লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। বুধবার(৫ ফেব্রুয়ারী) সকাল ১০ থেকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কায়েসুর রহমান, নাজমুল হোসেন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি।

সামিউল আলম জানান,যে ৬ টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে সেগুলোর একটির ও অনুমোদন নেই।তারা পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি অমান্য করে ড্রামের চিমনী ব্যবহার করে আসছিলো এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে। এসময় কাউকে গ্রেফতার করা হয়নি।