চিতলমারীতে দৈনিক যায়যায়দিন’র প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় চিতলমারী প্রেস ক্লাবের সভাকক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চিতলমারী’র উদ্যোগে অনুষ্ঠানটি উদযাপিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি চিতলমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্সী রিয়াজুল ইসলম রিয়াদ, প্রেসক্লাব সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম খান, সাংবাদিক বিভাষ দাস, মীর মাসুদ হুসাইন, এম, জাহিদুল ইসলাম, মোঃ রুহুল আমীন, এস,কে সাজেদুল হক, প্রমিত বসু এবং দৈনিক যায়যায়দিন’র চিতলমারী প্রতিনিধি গোবিন্দ মজুমদার। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়।