সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী: খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী: খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আতিয়ার রহমান,খুলনা : খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী,কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম ও মোঃ রাশিদুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ শাহ আলম, সোহরাব হোসেন,সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ভাই শেখ শামসুদ্দীন দোহা, ক্লাবের ইউজার সদস্য নাজমুল হক পাপ্পু প্রমুখ।

উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মো.আজিজুল ইসলাম,মো. রকিবুল ইসলাম মতি, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মিনা অছিকুর রহমান দোলন, মো. জাকারিয়া হোসেন তুষার,মোঃ মেহেদী হাচানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।