খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা,আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ আতিয়ার রহমান,খুলনা : আর কত মার খাবে সাংবাদিক ,আর কত রক্ত ঝরলে সাংবাদিকের উপর থেকে সন্তাসীদের হাতথেকে মুক্তি পাবে এই চলগানে আজ সাংবাদিকরা রাস্তায় খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, একাত্তর টিভি’র খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিক সমাজ। অন্যথায় কঠোক কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারীও দিয়েছেন তারা। খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বেলা সাড়ে ১১ টায় ওই ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম সোহাগ দৈনিক যায়যায়দিনের খুলনা ব্যুরো-প্রধান আতিয়ার রহমান, ও সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মল্লিক সুধাংশু প্রমুখ। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, খুলনা ওয়াসার প্রতিটি ক্ষেত্রে রয়েছে দুর্নীতি ও অনিয়ম। গত রবিবার এই দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ও পুলিশ পরিদর্শক বাশার একত্রিত হয়ে সাংবাদিক রকিব উদ্দীন পান্নুর উপর হামলা চালিয়েছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এছাড়া মানববন্ধনে খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও বাগেরহাটের মোংলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। Share this:FacebookX Related posts: খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ খুলনায় বর্ণিল আয়োজনে মুজিববর্ষ পালনের উদ্যোগ ব্যানার ফেস্টুনে সেজেছে নগরী খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক খুলনায় চাকুরি মেলার উদ্বোধন খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন খুলনা কয়রায় কপোতাক্ষের ভেড়ীবাঁধে ধস প্লাবিত হওয়ার শঙ্কা এলাকাবাসীর খুলনা বটিয়াঘাটায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় খুলনা সুন্দরবনের গোলপাতা সংগ্রহে আগ্রহ কমেছে বাওয়ালীদের খুলনা কয়রার বেড়ি বাঁধ ভাঙন আতঙ্কে ঘর ছাড়ছে মানুষ খুলনা জেলা রেডক্রিসেন্টের পক্ষ থেকে জেলা প্রশাসনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান খুলনা ডুমুরিয়া উপজেলা ভদ্রা নদীর শোভনা সেতু মেরামতের নামে চাঁদার অভিযোগ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আসামীদের গ্রেফতার করতে ব্যার্থখুলনাপুলিশসাংবাদিক পান্নুর উপর হামলা