আখাউড়া-আগড়তলা সড়কে গর্ত; যান চলাচল ব্যহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-আখাউড়া-আগরতলা মহাসড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোতে পণ্যসামগ্রী রফতানি হয়ে থাকে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অংশে সড়কে ৫-৬ ফিট প্রশস্থতের এ গর্তের সৃষ্টি হয়। এতে গর্তের পাশ ঘেষে ঝুঁকি নিয়ে ছোট ছোট যান চলাচল করলেও স্থলবন্দরগামী পণ্যবাহী ভারী যানবাহন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ঢাকা-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের আখাউড়া অংশে পৌরশহরের বাইপাস বঙ্গবন্ধু স্কয়ার মোড় থেকে পশ্চিমে মহাসড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে যানচলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ঘটনাস্থলে ছুটে যান। তিনি গর্তের পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি বালুর বস্তা ফেলে মেরামতের চেষ্টা চালিয়েছেন। ধারণা করা হচ্ছে অতি বৃষ্টিতে পানির প্রবাহ সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে এমন গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের বাইপাস এলাকার পশ্চিম পার্শ্বে সড়কের মাঝখানে সামান্য অংশ দেবে যায়। পরে এক পর্যায়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ ও লাল নিশানা টানিয়ে পথচারি ও যান চালকদের সতর্ক করে দেন। তবে গর্তের পাশ দিয়েই ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করছে। খবর নিয়ে জানাগেছে, সম্প্রতি ওই গর্তের কিছু দূরে সড়কের পাশে স্থানীয় একাধিক ঠিকাদার বালু রাখে। এতে বৃষ্টির পানির চাপে ওই সড়কের প্রায় ১২০ ফুট অংশ ভেঙ্গে যায়। এ ঘটনায় সড়কে পাশে বালু রাখা ঠিকাদারকে জরিমানাও গুণতে হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মেরামতে কাজ চালিয়ে যাচ্ছেন। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত জমি নিয়ে বিরোধ, বসতঘর কেড়ে নিল প্রতিপক্ষরা কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা এক দিনে পাঁচ ভাই-বোনের বিয়ে SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আখাউড়া-আগড়তলাযান চলাচল ব্যহতসড়কে গর্ত