এক দিনে পাঁচ ভাই-বোনের বিয়ে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দিনে বিয়ে করলেন ৫ ভাই-বোন। শুক্রবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের রহমত আলী পন্ডিত বাড়িতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন হয়। খবর পেয়ে বিয়েগুলো দেখতে বিভিন্ন এলাকার কৌতুহুলী মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। স্থানীয় চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের গনি আহম্মদের দুই ছেলে ও এক মেয়ে। তাদের নাম রফিক (২৮),সোহেল (২৬) ও সাথী (২৫)। শুক্রবার একই দিনে তিন জনেরই বিয়ের দিন ঠিক হয়। রফিকের বিয়ে ঠিক হয় তারই এক চাচা আমীর বক্সের মেয়ে মিনা (২৩) ও সোহেলের বিয়ে অপর চাচা নুর বক্সের মেয়ে সীমার (২৩) সঙ্গে। এছাড়া তাদের বোন সাথীর বিয়ে হয় মিরসরাইয়ের এক যুবকের সঙ্গে। সব মিলিয়ে আজ শুক্রবার ওই বাড়িতে একই সঙ্গে বিয়ে হয় চাচাত-জেঠাত ৫ ভাই-বোনের। এদিকে একই বাড়িতে এক দিনে এতজনের বিয়ের খবর শুনে এদিন বিভিন্ন এলাকার মানুষ সেখানে এ বিয়ে দেখতে যায়। পৃথক মঞ্চে অনুষ্ঠিত হয় বিয়েগুলো। বিয়ের এক প্রত্যক্ষদর্শী মো.আকবর হোসেন বলেন,এক কথায় গনি আহম্মদের দুই ছেলে একদিকে বোনকে বিয়ে দিয়ে পাত্রের হাতে তুলে দেয় আর অন্যদিকে দুই চাচাত বোনকে বিয়ে করে ঘরে তুলেছে। তিনি বলেন,একি সঙ্গে এতজনের বিয়ের এমন ঘটনা বিরল। বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান মো.রেহান উদ্দিন রেহান বলেন,আসলে আমি ঘটনাটি প্রথমে জানতাম না। পরে আপনাদের কাছে জেনে খোঁজ নিয়ে জানতে পারি তারা চাচাত-জেঠাত ৫ ভাইবোন একই সঙ্গে বিয়ে করেছে। আসলে এমন বিয়ের কথা সচরাচর শোনা যায় না। এটি অবশ্যই ব্যতিক্রম ঘটনা। Share this:FacebookX Related posts: হাতিয়ায় ছাগল মেলা অনুষ্ঠিত পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার পটিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার- ১ রাঙ্গামাটিতে ৬’শ জনের মাঝে ভাতা প্রদান হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রতারনার অভিযোগে এক ব্যক্তি আটক রামুতে বাস উল্টে নিহত ৩ ‘বন্দুকযুদ্ধে’ প্রবাসী মাহামুদুল নিহতের ঘটনায় প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা গুইমারায় স্ত্রী-সন্তানের সামনেই যুবককে হত্যা করে লাশ নিয়ে গেল দূর্বৃত্তরা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: