আসামির হামলায় এএসআই নিহত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ব্রিজ সংলগ্ন স্থানে আসামি ধরতে গিয়ে আমির হোসেন নামে সদর থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক এএসআই।

পুলিশ জানায়, আজ (১৭ ই জুলাই শুক্রবার) বিকেলে সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) ও এএসআই মনির শংকর সাদা পোশাকে চান্দপুর গ্রামের ব্রিজের পাশে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুনকে ধরতে যায়।

এ সময় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন ও মনির শংকর গুরুতর আহত হয়। জেলা সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক এএসআই আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে আসেন। ঘটনার পর পরই বিপুল সংখ্যক পুলিশ চান্দপুর গ্রাম ও আশেপাশে অভিযান চালায়।