পঞ্চগড়ে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রলির ধাক্কায় নওশাদ আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১৭ জুলাই (শুক্রবার) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের এলিট ফিলিং স্টেশন সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নওশাদ পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়কামাত এলাকার জজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নওশাদ মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল যাচ্ছিলল এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নওশাদ আলী। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়। বোদা থানা পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। বোদা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জিলানী মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।