চিতলমারীতে স্বামী-স্ত্রীর করোনা ভাইরাস শনাক্ত, ১১ বাড়ী লকডাউন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ১২, ২০২০

বিভাষ দাস, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীর ১ নং কলাতলা ইউনিয়নে চরচিংগুড়ি গ্রামে গার্মেন্টস কর্মী স্বামী-স্ত্রীর করোনা পজেটিভ এসেছে। সোমবার রাতে ওই এলাকার ৫টি এবং পরে আরো ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে জানা যায়, চরচিংগুড়ি গ্রামের তালেব আলী শেখের পুত্র এমরান শেখ (২৪) নারায়নগূূূূূূঞ্জের ফতুল্লায় সান ডাইস গার্মেন্টসএ কাজ করত। তার স্ত্রী সুমি আক্তার সিমু (১৮) তার সাথেই থাকে। গত ৯মে তারা ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় নানা বাড়ীতে বেড়াতে আসেন। সেখানে অবস্থানকালে এমরানের স্ত্রী সুমির শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।

১০ মে সুমি এবং তার স্বামী এমরানের নমুনা পরীক্ষার জন্য টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার আগেই তারা টুঙ্গিপাড়া থেকে চিতলমারীর চরচিংগুড়ি গ্রামে নিজ বাড়ীতে চলে আসে। বাড়ী আসার পথে গতকাল বিভিন্ন আত্মীয় বাড়ীতে ঘুরেছে বলেও প্রতিবেশিরা জানায়।

সোমবার সন্ধ্যায় তাদের নমুনা রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান ও চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরীফুল হক সং্িশ্লষ্ট এলাকায় গিয়ে আক্রান্তের বাড়ীসহ দুই ধাপে পাশের আরো ১১টি বাড়ী সম্পর্ণ লকডাউন করে দেয়। আক্রান্তের বাড়ীর অন্যান্য সদস্যদের থেকে টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বাড়ীতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

লকডাউনের আওতায় থাক পরিবারগুলোর প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে এবং তাদের আগামী ১৪ দিন করেন্টাইনে থাকতে বলা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এছাড়া সার্বক্ষনিক তাদের পাশে আছেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।