গরীব কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিল ছাত্রলীগের কর্মীরা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ১২, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বর্তমান করোনা পরিস্থিতিতে চিতলমারীর মাঠে মাঠে পেঁকে রয়েছে সোনালী ধান। কেউ কেউ নিজ উদ্যোগে ধান কেটে ঘরে তুলছে। কিন্তু বেশিরভাগ ধান চাষী শ্রমিকের অভাবে পাঁকা ধান কেটে ঘরে তুলতে হিসসিম খাচ্ছে।
করোনার ভয়ে বাইরের শ্রমিকরা চিতলমারী এলাকায় আসতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় চিতলমারীর অনেক কৃষকের ধান স্বেচ্ছশ্রমে ঘরে তুলে দিচ্ছে আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেতা কর্মীরা।

মঙ্গলবার চিতলমারীর ৪ নং শিবপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম চৌধূরীর নেতৃত্বে স্থানীয় গরীব কৃষক বেল্লাল হোসেনের ২ বিঘা জমির ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিউজ্জামান জুয়েল খলিফা, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম ও মোঃ আনোয়ার হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্সিসহ প্রমূখ।

৪ নং শিবপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম চৌধূরী বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এবং এমপি শেখ হেলাল উদ্দীনের অনুপ্রেরণায় আমি আমার ইউনিয়নের ছাত্রলীগের সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে গরীব কৃষক বেল্লাল হোসেনের ২ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে তার বাড়ীতে পৌছে দিয়েছি। আমাদের এ স্বেচ্ছাশ্রমে ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।