চিতলমারীতে মাতৃত্বকালীন ভাতা বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : দেশের ছয়টি উপজেলার মধ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলায় শুরু হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণার কাজ। এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সভা। বক্তারা বলেন, গবেষণার কাজ শেষে সরকার ভবিষ্যতে মাতৃত্বকালীন ভাতা প্রদানের বিষয়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আকলিমা পারভিন জানান, দেশের ছয় বিভাগের গবেষণাকৃত ছয়টি উপজেলা হল- চিতলমারী, গঙ্গাচড়া, মেহেদীগঞ্জ, গোদাগারী, মোহনগঞ্জ ও গোয়াইনঘাট। কর্মএলাকার প্রত্যেক বাড়ির সম্ভাব্য মায়েদের তথ্য সংগ্রহের পর আগামী এপ্রিল ও মে মাসে শুরু হবে সহায়তা।

তখন চার মাসের গর্ভবতী নির্দিষ্ট মায়েদের ছয়মাস পর্যন্ত দেয়া হবে নগদ আটশ’ টাকা, ১০ কেজি চাল, সাড়ে তিন কেজি ডাল ও নয়শ গ্রাম তেল। গবেষণাকালে ছয় হাজার ৪০০ পরিবারের মায়েদের ওই সহায়তা দেয়া হবে। ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই সহায়তা ও গবেষণার কাজ চলবে। এরপর গবেষণা প্রতিবেদন সরকারের কাছে পরবর্তী পরিকল্পনার জন্য উপস্থাপিত হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করছে। গবেষণায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং এনজিও রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার রিক’র কারিগরি সহায়তা করছে। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এই সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামন, রিক্’র উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার সরকার, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম পলিসি কর্মকর্তা মুনসুর রশিদ, আকলিমা পারভিন।