চিতলমারীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধ : বাগেরহাটের চিতলমারীতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৯ টায় পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। পরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, কলেজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বেলা ১১টায় বড়গুনী আল-জামি’আ মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ৫শতাধিক ছাত্রদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম দেওয়া হয়। মাদ্রাসার ছাত্রদের মাঝে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের প্রেরিত মাক্স, সাবান ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মাহাতবুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাসুদ সরদারসহ প্রমূখ নেতৃবৃন্দ। Share this:FacebookX Related posts: চিতলমারীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস চিতলমারীতে তুচ্ছ ঘটনায় শিশুর আত্মহত্যা চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত চিতলমারীতে ১০০ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান চিতলমারীতে ২শত কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান চিতলমারীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত চিতলমারীতে কোরবানীর পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারি; নেই কাঙ্খিত খদ্দের চিতলমারীতে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা চিতলমারীতে নারী সাংবাদিকের পরিবারে হামলা, আহত ৫ চিতলমারীতে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ১৬ মুক্তিযোদ্ধা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: চিতলমারীতেজন্মশতবার্ষিকী পালিতবঙ্গবন্ধুর