চিতলমারীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ১২, ২০২০

বিভাষ দাস, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নে চিংগুরি গ্রামে গার্মেন্টস কর্মী স্বামী-স্ত্রীর করোনা পজেটিভ এসেছে। সোমবার রাতেই ওই এলাকার ৫ বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাযায়, ৯মে ওই দম্পতি ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় নানা বাড়ীতে আসেন। সেখানে অবস্থানকালে স্ত্রীর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। গত ১০ মে তার ও তার স্বামীর নমুনা পরীক্ষার জন্য টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠানো হয়। এর পরে তারা টুঙ্গিপাড়া থেকে চিতলমারীর চিংগুড়ি চলে আসেন। সোমবার সন্ধ্যায় তাদের নমুনা রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মামুন হাসান ও থানা পুলিশ সংশ্লিষ্ট বাড়ীসহ পাশের আরো ৫টি বাড়ী সম্পর্ণ লকডাউন করে দেয়।