বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত রুহুল আমিন আকন (৫৪) গ্রামে জমিজমা মাপঝোক করে জীবিকা নির্বাহ করতেন।

জানা যায়, দীর্ঘদিন থেকে রুহুল আমিনের সঙ্গে তার ছোট ভাই রেজাউল করিম আকনের (৪৫) পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। দুপুরে ছোট ভাই রেজাউল তার অংশের সম্পত্তি বন্টন করে দেওয়ার জন্য বড় ভাই রুহুল আমিনকে অনুরোধ করেন। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুই ভাই ঘর থেকে দুটি ধারালো দা এনে উভয়কে আক্রমণ করেন। ঘটনার সময় তাদের ভাগ্নে রুবেল (৩৫) উভয়কে নিবৃত করার জন্য এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিম ও তাদের ভাগ্নে রুবেলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবা দেবনাথ সাংবাদিকদের বলেন, নিহত ও আহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার হয়েছে। রেজাউল ও রুবেল পুলিশের নজরদারিতে চিকিসাধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।