পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) থেকে পাওয়া ২৯টি বস্তায় মোট ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও রয়েছে স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এ হিসাব পাওয়া গেছে। এদিন সকালে পাগলা মসজিদের ৯টি দানবাক্স (সিন্দুক) ও দুটি ট্রাঙ্ক খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার পর টাকা গণনা শেষ হয়। এ সময় ছিলেন-কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ আরও অনেকেই। টাকা গণনা কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবীর, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ ব্যাংকের ৭৫ জন স্টাফ, মাদরাসার ২৮৫ জন ছাত্র, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছেন। এছাড়াও সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রশাসন ক্যাডারের ৯ জন কর্মকর্তা, ১০ জন সেনা সদস্য, ১৬ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য।সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) খোলা হয়। এবার তা খোলা হল তিন মাস ১৪ দিন পর। এর আগে সবশেষ চলতি বছরের ১৭ আগস্ট মসজিদের দান বাক্স (সিন্দুক) খুলে গণনা করে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। Share this:FacebookX Related posts: পাগলা মসজিদের দানবাক্সে আড়াই কোটি টাকা-স্বর্ণালঙ্কার দুই সাংবাদিককে মারধর করা সেই এএসআই মামুন হোসন প্রত্যাহার টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীর ইজ্জত লুট, আটক ৪ গোপালগঞ্জে সাবেক ইউপি মেম্বারের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত মাদারীপুরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধার মৃত্যু, বাড়ি লকডাউন কালীগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০ জন গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ গাজীপুরে যৌন হয়রানি: নিজেকে বাচাঁতে মেঘনায় ঝাঁপ দিলো কিশোরী ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সাংবাদিক শামসুজ্জামানের জামিন মার্চ মাসে ৪৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৮ জন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৮ কোটি ২১ লাখ টাকাদানবাক্সে মিললো রেকর্ডপাগলা মসজিদের