চিন্ময়কে ছাড়াতে সংঘর্ষ,পুলিশের তিন মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪ অনলাইন ডেস্ক : চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতয়ালি মোড়ে তিন জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০/৭০০ জনকে, রঙ্গম সিনেমা হলের সামনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে ৩০০/৪০০ জনকে অজ্ঞাত এবং কোতয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনকে আসামি করে অজ্ঞাত আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে সোমবার ঢাকায় গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহের মামলায়। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে সোমবার ঢাকায় গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহের মামলায়।তারেক আজিজ বলেন, “গ্রেপ্তার ২৮ জনের মধ্যে আট জন আইনজীবী খুনের সাথে সন্দিগ্ধ আসামি। তারা হত্যা মামলায়ও আসামি হবে।” তবে এসব মামলায় কাদেরকে আসামি করা হয়েছে এবং কাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তারা। আইনজীবী খুনের ঘটনায় আলাদা মামলা হবে বলেও পুলিশ জানায়। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। বেলা সোয়া ১২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। Share this:FacebookX Related posts: কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার মাদারীপুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ রাজধানীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত এবার করোনায় আক্রান্ত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ অসহায়-দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন ‘করোনা ভ্যাকসিন আগে পাবেন সম্মুখ সারির যোদ্ধারা’ চুরি আতঙ্কে গাজীপুরের মৌচাকবাসী কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু প্রকাশ্যে ৩ জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের বোয়ালমারীতে ২২২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, যুবকের মৃত্যু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: চিন্ময়কে ছাড়াতে সংঘর্ষপুলিশের তিন মামলা