বাউফলে সার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে একজন গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০ অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগে বাদল মল্লিক (৪০) নামের এক মুদি ব্যসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার প্রতিষ্ঠান থেকে ৪৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। বুধবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা বাজারের এ ঘটনা ঘটে। জানা গেছে, বাদল মল্লিক সংশ্লিষ্ট দপ্তরের কোন প্রকার অনুমতি না নিয়েই ইউরিয়া সার মজুদ করে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্থানীয় কৃষকের সার বিক্রি করছেন। গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বগা পুলিশ ফাঁিড়র (তদন্ত) পরিদর্শক মো. মহিবুল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযুক্ত বাদল মল্লিকের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় তার প্রতিষ্ঠান থেক ৪৯বস্তা সার জব্দ করে বাদল মল্লিককে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বাদল মল্লিক জানায়, কনকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্থানীয় সারের ডিলার মিজানুর রহমান হিরনের কাছ থেকে তিনি ইউরিয়া সার এনে বিক্রি করেন। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইউরিয়া সার বিক্রির ক্ষেত্রে ডিলার বা খুচরা বিক্রেতাকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু বাদল মল্লিক অবৈধভাবে ডিলারের কাছ থেকে সার এনে মজুদের পর কৃষকদের কাছে চড়া দামে বিক্রি করেছেন। এ ব্যাপারে বাদল মল্লিক ও ডিলার মিজানুর রহমান হিরনকে আসামী করে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আসামী সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হিরনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: বাউফলে মাস্ক কেনার হিড়িক বাউফলে যুবলীগ নেতার খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার বাউফলে হাট বাজারের কাঙ্খিত রাজস্ব আদায় নিয়ে শঙ্কা বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ বাউফলে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু বাউফলে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বাউফলে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ SHARES Matched Content দেশের খবর বিষয়: একজন গ্রেপ্তারবাউফলেসার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে