বাউফলে সংযোগ সেতু মরণ ফাঁদ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : বাউফল উপজেলার কালাইয়া ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সংযোগ সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। কয়েক বছর আগে আয়রন সেতুটি ভেঙে মরণ ফাঁদে পরিণত হলেও মেরামত কিংবা পূণর্নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন ধরণের উদ্যোগ নিচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কালাইয়া ইউনিয়নের বগী বাজার ও বাঁশবাড়িয়া লঞ্চঘাটে যাতায়াতের জন্য জনগুরুত্বপূর্ণ সেতুটি প্রায় ৮ বছর আগে ভেঙে যায়। এরপর এলাকাবাসী নিজ উদ্যোগে কয়েকবার সেতুটি কাঠের জোড়াতালি দিয়ে মেরামত করে। বর্তমানে ওই এলাকার কৃষক, লঞ্চযাত্রী ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি পারাপার হচ্ছেন।

কাওসার মাহমুদ নামের এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন সেতুটি অবহেলায় পড়ে থাকলেও কোন জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কতৃপক্ষের নজর নেই। তিনি বলেন, সেতুটি দ্রুত সংস্কার করে জনসাধারণকে ঝুঁকিমুক্ত করার দাবী জানাই।

হুমায়ন কবির নামের এক শিক্ষার্থী বলেন, আমি ছোটবেলা থেকেই সেতুটির এমন বেহাল অবস্থা দেখে আসছি, কোন পরিবর্তন দেখছি না। নাজমুন নাহার নামের এক গৃহিনী বলেন, সেতুটির জন্য এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি হচ্ছে। মোগলে আজম নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নতুন প্রজম্মের জনপ্রতিনিধি চাই।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, সেতুটি মেরামত কিংবা পুণনির্মাণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।