বাউফলে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

অনলাইন ডেস্ক ; পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২৬৯টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ওই ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।

স্থানীয় মুক্তিযোদ্ধা শাহজাহান খানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার, পিএলডিএস’র সমন্বয়কারী আনোয়ার হোসেন ও সুপারভাইজার ফিরোজ আহমেদ প্রমূখ।