দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শৈলকুপা উপজেলার বাখরবা গ্রামের রইচ, সাগর বিশ্বাস ও বিত্তিপাড়া গ্রামের বাবু।

ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়। সে সময় একটি রামদা, একটি চাপাতি, দুটি হাতুড়ি লোহার পাইপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা রয়েছে।