বাউফলে বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়ম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের নির্মাণ সামগ্রী। কোন প্রকার নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ কাজ শুরু করেছেন। এ কারনে ভবনের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের। সুত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে পশ্চিম মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ করা হচ্ছে। এর মধ্যে মূল ভবনের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। বাকি ১২ লাখ টাকা পুকুর, মাঠ ভড়াট ও অন্যান্য কাজে ব্যয় ধরা হয়েছে। পটুয়াখালীর এমডি ফিরোজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ করছেন। সরজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ভবনের মূল বেইজের শর্ট কলমের ঢালাই চলছে পানি, কাঁদামাটির মধ্যে। কাজের কাছে তদরকির জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একজন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা থাকার বিধান থাকলেও খোনে উপস্থিত ছিলেন না। ওই বিদ্যালয়ের প্রধার শিক্ষক কামরুজ্জামান ফিরোজ অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান নিজের খেয়াল খুশি মতন কাজ করছেন। বেইজের শর্ট কলাম ঢালাই দেওয়া হয়েছে পানিকাদার মধ্যে। নিম্নমানের সিমেন্ট ও সাদা মারা পাথর ব্যবহার করা হচ্ছে ঢালাই কাজে। গত দুই দিন ধরে (রবিবার ও সোমবার) শর্ট কলামের ঢালাই কাজ করা হয়েছে। এ সময়ে এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা কিংবা কার্য সহকারী উপস্থি ছিলেননা। এর ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও তারা কোন ভ্রুক্ষেপ করেননি। এ ব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান সবুজ বলেন,‘জনবল কম থাকায় প্রতিদিন কাজের সাইডে যাওয়া যায়না। নির্মাণ কাজে কোন অনিয়ম হলে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি রনি হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করে বলেন,‘ আমি এসে দেখা করবো। নিউজ করার দরকার নেই। Share this:FacebookX Related posts: বাউফলে মাস্ক কেনার হিড়িক বাউফলে যুবলীগ নেতার খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ বাউফলে ২ ভাইকে কুপিয়ে খুন বাউফলে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে বাউফলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বাউফলে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ SHARES Matched Content দেশের খবর বিষয়: অনিয়মবাউফলেবিদ্যালয় ভবন নির্মাণ কাজে