১৩৬ শিক্ষার্থীকে বই উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
১৩৬ শিক্ষার্থীকে বই উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরের ডেসটিনি কলেজে ১৩৬ জন শিক্ষার্থীকে বই উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ উপলক্ষে কলেজ মিলনায়নতনে এক বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন, ডেসটিনি কলেজ প্রভাষক আকবর হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম, মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বাহার, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো বহুগুন বেড়ে যাবে। এ সময় বক্তারা সু-শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের অনিয়ম অসঙ্গতি প্রতিরোধে সচেতন থাকতে হবে।