বৃদ্ধাকে নির্মম ভাবে হত্যা, গ্রেফতার ১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩ অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বৃদ্ধাকে ঘরের ভেতরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।রোববার দুপুরে বৃদ্ধার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পেয়ে লোকজন ঘরে ঢুকে স্টীলের আলমারী ভাঙ্গা অবস্থায় তছনছ করাসহ ওই বৃদ্ধাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। নিহত মরিয়ম বেগম (৭০) উপজেলার কড়ইবাড়ি গ্রামের পশ্চিম পাড়ার মৃত মিলন মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মামুন মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন।সোমবার দুপুরে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সেটি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। ইতিমধ্যে নিহতের ছেলে বাদি হয়ে মামলা করেছেন। একজনকে গ্রেফতারও করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে চোরের দল মধ্যরাতে ঘরে প্রবেশের পর বৃদ্ধা টের পেয়ে বাঁধা দেয়ায় তাকে নৃশংস ভাবে খুন করে। তবে নিহতের পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ইউসুফ মিয়া ওরফে বুইদ্যা (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, স্ত্রী মরিয়ম বেগম তার বাড়িতে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। বৃদ্ধার দুই ছেলে, এক মেয়ের মধ্যে বড় ছেলে অনেক আগেই মারা গেছেন। ছোট ছেলে পরিবার নিয়ে ঢাকায় স্থায়ী ভাবে বসবাস করেন। একমাত্র মেয়ে উপজেলার বাঙ্গরায় স্বামীর সঙ্গে বসবাস করেন। ফলে তিনি একাই তার গ্রামের বাড়িতে থাকতেন।রোববার দুপুরে বৃদ্ধার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে তার মরদেহ দেখতে পান। মায়ের নিহত হওয়ার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসা বৃদ্ধার ছেলে (সেলুন ব্যবসায়ী) ও হত্যা মামলার বাদি মো. মামুন মিয়া (৩৪) বলেন, আমার মায়ের হত্যার পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত চোরের দল ঘরে চুরি করতে এসে আলমারী ভেঙ্গে যখন টাকা পয়সা নিয়ে যাচ্ছিল, তখন হয়তো আমার মা টের পেয়ে চোরকে চিনে ফেলে। সে কারণে চোরের দল মাকে নির্মম ভাবে মাথায় লোহার রড (শাবল) দিয়ে আঘাত করে খুন করে থাকতে পারে। আর দ্বিতীয়ত আমাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অর্থাৎ মা ঘরে একা থাকেন। তাই ঘরে থাকা টাকা পয়সা ও জিনিসপত্র লুটে নিতেই দুর্বৃত্তরা রাতের আঁধারে মাকে পরিকল্পিত ভাবে খুন করে সব লুটে নিয়েছে। তবে আশার কথা হল, পুলিশ দ্রুত এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। আশা করছি, এখন পুলিশ সুষ্ঠু তদন্ত করলেই হত্যার মূল রহস্য বের হয়ে যাবে।’ অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই একজন গ্রেফতারও হয়েছে। আশা করছি, শিঘ্রই বৃদ্ধা হত্যাকাণ্ডের মূল রহস্য আপনারা (সাংবাদিক) পেয়ে যাবেন।’ Share this:FacebookX Related posts: পটিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার- ১ মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ ডাচ্ বাংলা’র একাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন, গ্রেফতার ১ আনসার সদস্যদের কুপিয়ে জখম: গ্রেফতার ১ কুমিল্লায় গাঁজাসহ গ্রেফতার ১ পায়ের স্যান্ডেলে রেখে ইয়াবা পাচার, গ্রেফতার-১ সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, গ্রেফতার-১ টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সীতাকুণ্ডে ১২ ডাকাত গ্রেপ্তার মাকে মারধর করায় বড় ভাইকে হত্যা, আটক ২ কুমিল্লা ডিবি পুলিশ অভিযান প্রাইভেটকার গাঁজা উদ্ধার আটক ২ ইয়াবাসহ ১৯ মামলার আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: গ্রেফতার-১নির্মম ভাবে হত্যাবৃদ্ধাকে