পটিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার- ১

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

সেলিম চৌধরী,পটিয়া- পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, রাম দা ও কিরিচসহ ১ জনকে গ্রেফতার করেছে কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কায়ছার হামিদ।

গ্রেফতারকৃত হলেন আব্দুর রহিম বাবু (৩৫)। সে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মৃত আহমদ নবী এর পুত্র। গতকাল রবিবার রাত ৮ টার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কালারপোল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি, ১টি রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি ছোরা, ১টি রাম দা, ১টি দা সহ আব্দুর রহিম বাবুকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাব্বারুল ইসলাম জানান বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, রাম দা ও কিরিচসহ ১ জনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। অস্ত্র আইনের মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।