সীতাকুণ্ডে ১২ ডাকাত গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ পৃথক সাতটি অভিযান চালিয়ে ১২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতদলের কাছ থেকে লুট করা নগদ ২৬০৬০ টাকা, ১০ ভরি ১২ আনা স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ২টি দেশীয় তৈরি এলজি, ২টি কার্তুজ, ৬টি ছোরা, ২টি কোরাবারী ও ১০টি টর্চলাইট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকাত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ। ডাকাতরা হলোÑ রফিকুল ইসলাম রাকিব (২৫), জাহাঙ্গীর আলম রনি (৩০), মো. শাহিন (৩৩), মো. সেলিম প্রকাশ মোস্তফা (৪১), মো. রাশেদ (২৪), মো. কামরুল হাসান (২৬), সোহাগ (২৪), সোহেল (২২), ডাকাত সর্দার মোতালেব হোসেন প্রকাশ কাদের চোরা (২৮), মো. শাহিন (২৮), উত্তম (৩০) ও ছোটন (২৯)। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত বছরের ডিসেম্বর হতে চলতি বছরের জানুয়ারিতে সীতাকুণ্ডে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার সূত্র ধরে অভিযান চালায় পুলিশ। বুধবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার মোতালেব হোসেন, শাহীন, সোহাগ ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তিতে দেশীয় অস্ত্র ও ছোরাসহ ডাকাতির বেশকিছু সরঞ্জাম, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি উত্তম ও ছোটন নামে ডাকাতের দু’সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ৫টি অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে ৫ জন ডাকাতির ঘটনায় জড়িত থাকার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। Share this:FacebookX Related posts: ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত পটিয়ায় ইয়াবা উদ্ধার॥ গ্রেফতার-২ চট্টগ্রামে চেয়ারম্যান আমজাদ হত্যা, ১০ জনের মৃত্যুদণ্ড সরাইলে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার গাঁজাসহ আটক যুবক কারাগারে SHARES Matched Content অপরাধ বিষয়: ১২ ডাকাত গ্রেপ্তারসীতাকুণ্ডে