ইয়াবাসহ ১৯ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক ; চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ ১৯ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে উপজেলার বালিথুবা (পূর্ব) ইউনিয়নের দেইচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেন ওরফে মোহাম্মদ আলী (৪১) বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের মদনের গাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. আলমগীরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ১৯টি মামলা রয়েছে। বর্তমানে পাঁচটি জিআর গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, ১৯ মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।