পঞ্চগড়ের বোদায় ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় দুইটি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাঁচপীর ইউপির রামগোবিন্দ হিসাবিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বালাপাড়া গ্রামের নবাব আলীর দুই ছেলে ইসমাইল হোসেন (৩০) ও মো. আ. রাজ্জাক (৩৮) এবং একই এলাকার রাজু আহমেদের ছেলে ইমরান হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এস আই (নি:) মো. বদিউজ্জামান ও এস আই তপন কুমার রায়ের নেতৃত্বে এএসআই সাজেদুর রহমান সংগিয় ফোরসসহ এক অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে একটি এপাসি আরটিআর ১৫০ সিসি ও একটি পালচার ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।