ডাচ্ বাংলা’র একাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন, গ্রেফতার ১

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ্ বাংলা ব্যাংকের একাউন্ট হ্যাক করে টাকা উত্তোলনের অভিযোগে দেলোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিস-৩ লক্ষ্মীপুরের একটি টিম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাব রেজিষ্ট্রি মসজিদ মার্কেট সংলগ্ন ইসলামীয়া কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ ষ্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল, সীম ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া ৮নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে। বাড়ির খায়েজ আহমেদের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর জানায়, দেলোয়ার হোসেন ও তার সহযোগীসহ গত (৪ সেপ্টেম্বর) অভিযোগকারীর ডাচ্ বাংলা ব্যাংক এ্যাকাউন্ট হ্যাক করে ই-ট্রানজেকশনের মাধ্যমে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, গ্রেফতারকৃত দেলোয়ারের বিরুদ্ধে রায়পুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বাকি অজ্ঞাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।