সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩

অনলাইন ডেস্ক : ফিফা জুন উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন এশিয়া সফরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই সফরের প্রথম ম্যাচে চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় মেসিরা।

সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিওনেল মেসিদের এই সফর। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে বয়সভিত্তিক ফুটবলে এর আগে মাত্র একবারই দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস আছে। ১৯৭৯ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সে ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন রামন দিয়াজ।