মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ৬, ২০২০ অনলাইন ডেস্ক : মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বাকবিত-ার জের ধরে কুমিল্লায় আলমগীর হোসেন নামে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত রুবেল নামে একজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন (৪২) ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে এবং গ্রেফতারকৃত রুবেল (২৭) সদর দক্ষিণ উপজেলার মোড়াপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তবর্তী মথুরাপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক আলমগীর হোসেন তার বাড়ির সামনে দিয়ে মাদক পাচারে বিভিন্ন সময় বাধা প্রদান করতো। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় আলমগীরের বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা আসলে তাদের সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বুধবার তার মরদেহ কুমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকা-ের সাথে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। Share this:FacebookX Related posts: পটিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার- ১ ডাচ্ বাংলা’র একাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন, গ্রেফতার ১ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: কুপিয়ে হত্যাগ্রেফতার-১ট্রাক্টর চালককেবাধা দেয়ায়ব্যবসায়মাদক