পিস্তল হাতে চেয়ারম্যান বাবুর ছেলের ছবি ভাইরাল

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩

অনলাইন ডেস্ক : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার ২ নম্বর আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতের পিস্তল হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে, সাংবাদিক হত্যার ১২০ ঘণ্টা পেরিয়ে গেলেও রিফাত গ্রেফতার না হওয়ায় জেলাজুড়ে আবার সমালোচনার জন্ম দিয়েছে।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু নিশ্চিত করতে টেনে-হিঁচড়ে এক অন্ধকার গলিতে নিয়ে যান বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত (২৩)। এরপর তার মাথায় সজোড়ে আঘাত করেন তিনি। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।

স্থানীয়রা জানান, রিফাত নিজেও একটি বাহিনী তৈরি করেছিলেন। সে নিজেও মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন। তার ভয়ে গ্রামের মেয়েরা একা চলাফেরা করতে সাহস পেত না। সে গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।নাদিমকে হত্যার মামলার সব আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। ইতোপূর্বে সাংবাদিক নাদিম লিখিত অভিযোগ ও ভিডিও বার্তায় নিরাপত্তাহীনতার কথা বললেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানার ভূমিকা হত্যাকারীদের পক্ষাশ্রিত হওয়ায় তাকেও মামলায় সম্পৃক্ত করার দাবি জানানো হয়। সোমবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক নাদিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে এসব দাবি করেন সাংবাদিক নেতারা।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাতের পিস্তল হাতে ছবিটি দেখেছি। তাকে এখনো গ্রেফতার করা যায়নি। গ্রেফতারের পর অস্ত্র পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।