হালুয়াঘাটে ১০ বোতল ফেনসিডিল নিয়ে গ্রাম পুলিশের সদস্যসহ আটক-২

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪
হালুয়াঘাটে ১০ বোতল ফেনসিডিল নিয়ে গ্রাম পুলিশের সদস্যসহ আটক-২

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় ১০ বোতল ফেনসিডিল নিয়ে গ্রাম পুলিশের এক সদস্যসহ দুই জনকে আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) অপরাহ্নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, গাজিরভিটা ইউনিয়নের লামুক্তা গ্রামের সুদাংশু রিছিল এর পুত্র লিপু দিও (৫০) ও গ্রাম পুলিশ সদস্য পূর্ব সুমনিয়াপাড়া গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন (৪৫)।

জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী গাজিরভিটা ইউনিয়নের লামুক্তা গ্রামের কাজলের মোড় সিমান্ত সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় অফিসার ফোর্সের সহযোগিতায় ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেন পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশক্রমে ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক সাইদুজ্জামান, সহকারী উপ-পুলিশ পরির্দশক সঞ্জয় সরকার,জামাল উদ্দিন পুলিশ সদস্য শাহীন মিয়া ও চয়ন সরকার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকার কাজলের মোড় থেকে ভারতীয় ১০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেন ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক র্নিমূল করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমদানি নিষিদ্ধ ১০বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত দুইজন মাদক ব্যবসায়ীর মধ্যে একজন গ্রাম পুলিশের সদস্য।