বারহাট্রায় স্কুলছাত্রী মুক্তি হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : নেত্রকোনার বারহাট্রায় প্রেমে ব্যর্থ হয়ে মুক্তি রানী বর্মন নামে দশম শ্রেনীর স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসার মিয়াকে (১৮) পুলিশ আটক করেছে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার দুপুরে বারহাট্রার প্রেমনগর ছালিপুরা গ্রামের ধানক্ষেত থেকে কাউসার মিয়াকে আটক করে। হত্যাকান্ডের পর কাউসার ওই ক্ষেতে লুকিয়ে ছিল ।

নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হত্যাকারী কাউসার মিয়াকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার পর হত্যাকারী ঘটনাস্থল থেকে আধাকিলোমিটার দুরের একটি ধান ক্ষেতে পালিয়ে ছিল। প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মুক্তি রানী বর্মনের পথ আটকায় কাউসার মিয়া ও তার কয়েক সহযোগী ।

এক পর্যায়ে ছুড়ি দিয়ে মুক্তি রানীকে আঘাত করে কাউসার। পরে তাকে উদ্ধার করে বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাবার পথে মারা যায় মুক্তি রানী বর্মন। প্রেসব্রিফিংয়ে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান প্রমুখ।