“ ময়মনসিংহে ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ”

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
“ ময়মনসিংহে ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ”

স্টাফ রিপোর্টার : “ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ৩৯৮ বোতল ফেন্সিডিল এবং একটি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ”।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এর পক্ষে ভারপ্রাপ্ত কোম্পনী অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ১৬ সেপ্টেম্বর ২০২২খ্রি. তারিখ রাত্রি অনুমান ০৩.১০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে¡

দৈনিক সময় সংবাদ

“ ময়মনসিংহে ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ”


ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীনমডেল থানা এলাকার ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা হতে অনুমান ১০০ গজ দক্ষিণে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কের উপর বিশেষ অভিযানের অংশ হিসেবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী চেকিং করে একটি ট্রাক খুব দ্রুত গতিতে আসলে ট্রাকের চালককে থামানোর জন্য সংকেত দিলে প্রথমে থামাতে নাচাইলে রাস্তায় বেরিকেট দিলে ট্রাক থামিয়ে ধৃত আসামীদ্বয় ১। (ড্রাইভার) মোঃ অনিক পাঠান (২৬), পিতা- মোঃ রফিক পাঠান, মাতা- জমিলা বেগম, সাং- কানাইল, ২। মোঃ রেনুমিয়া (২৫), পিতা- ইউসুফ আলী, মাতা- মোছাঃ রোকেয়া খাতুন, সাং- গাওকান্দিয়া, উভয় থানা- দূর্গাপুর, উভয়- জেলা- নেত্রকোনাদ্বয়েকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ভারতীয় তৈরি ৩৯৮ (তিনশত আটানব্বই) বোতল ফেন্সিডিল, ০১টি ০৬ চাকা বিশিষ্ট ট্রাক, ০৩টি মোবাইলসহ উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় উল্লেখিত নাম ঠিকানা এবং জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ছিল বলে প্রকাশ করে। উক্ত আসামীদ্বয় দীর্ঘ দিনযাবৎ নেত্রকোনা জেলা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল ক্রয় করে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করতেছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।