ময়মনসিংহে ৫ অপহরণকারীকে আটক করেছেন র‌্যাব-১৪

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
ময়মনসিংহে ৫ অপহরণকারীকে আটক করেছেন র‌্যাব-১৪

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা থেকে ৫ জন অপহরণকারীকে আটক করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ৩১/০১/২০২১খ্রিঃ তারিখ র‌্যাব-১৪, ময়মনসিংহে মোঃ মোজাম্মেল হক (৩৫), পিতা- মোঃ মহেজ আলী, সাং- আব্দুল্লাহপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ এর মেয়ে রাবিয়া আক্তার (১৩) কে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল ছায়া তদন্ত পূর্বক ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে। ঘটনার প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, অপহরণকারী চক্রটি ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে হাসান মঞ্জিলের সামনে মাহাদীন গার্মেন্টস এর ১০০ মিটার উত্তর পাশে ভিকটিমকে আটক করে রেখেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার, মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে গত ০৩/০২/২০২১ খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারী ১। আম্বিয়া খাতুন আম্বি (২০), ২। আমির উদ্দিন (৪৫), ৩। মোছাঃ মজিদা খাতুন (৩৫), ৪। মোঃ আশকর আলী (৫২), ৫। মোঃ সুরুজ মিয়া (৩৫) দের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ভিকটিম রাবিয়া আক্তার (১৩) কে অপহরণ করে। এই সকল অপহরণকারীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।