নান্দাইলে নকল স্ট্যাম্পসহ ২জন গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নকল স্ট্যাম্পসহ ২জনকে গ্রেফতার করছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এর পক্ষে সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩ জুন ২০২১ খ্রি. তারিখ ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, এর একটি বিশেষ আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং এএসপি মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীনপুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জামান লাইব্রেরি ও স্টেশনারি থেকে ২১০ টি এবং মামুন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট থেকে ২৭৫ টি সহ সর্বমোট ৪৮৫ টি নকল রেভিনিউ স্ট্যাম্পসহ আসামী ১। মোঃ আসাদুজ্জামান (৩২) পিতা- মৃত আব্দুল মজিদ, ২। মোঃ রফিকুল ইসলাম(৩৩), পিতা- মোঃ আব্দুল মন্নাছ’দ্বয়কে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে ০৩ টি নকল সীল, ০১ টি এন্ড্রয়েড মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় সরকারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল রেভিনিউস্ট্যাম্প ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।