ময়মনসিংহে বিদেশী পিস্তল,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ শীর্ষ ৩ সন্ত্রাসী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াপদা মোড় থেকে গুলি ভর্তিসহ বিদেশী পিস্তল,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকসহ ৩ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ । ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী (সিপিএসসি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকায় একটি সন্ত্রাসী ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র নিয়ে গোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক দল অদ্য ২৩ ডিসেম্বর ২০২০ইং তারিখে ভোর ০৪.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে র্শীষ সন্ত্রাসী ১। মোঃশাকিব (২০), পিতাঃ মৃত আব্দুল বাকি, ২। মোঃ হাবিবুর রহমান (২৬), পিতাঃ মোঃ মোজাম্মেল হক, ৩। মোঃ সুজন মিয়া (৩৮), পিতাঃ মৃত আব্দুল হাসেম কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের হেফাজত থেকে গুলি ভর্তিসহ ০১টি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ডাকাতি, অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: শেরপুর সীমান্তে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৬ ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১ ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: বিদেশী পিস্তলবিপুল পরিমাণ দেশীয় অস্ত্রময়মনসিংহেমাদকসহশীর্ষ ৩ সন্ত্রাসী গ্রেফতার