ময়মনসিংহে বিদেশী পিস্তল,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ শীর্ষ ৩ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াপদা মোড় থেকে গুলি ভর্তিসহ বিদেশী পিস্তল,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকসহ ৩ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী (সিপিএসসি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকায় একটি সন্ত্রাসী ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র নিয়ে গোপনে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল অদ্য ২৩ ডিসেম্বর ২০২০ইং তারিখে ভোর ০৪.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে র্শীষ সন্ত্রাসী ১। মোঃশাকিব (২০), পিতাঃ মৃত আব্দুল বাকি, ২। মোঃ হাবিবুর রহমান (২৬), পিতাঃ মোঃ মোজাম্মেল হক, ৩। মোঃ সুজন মিয়া (৩৮), পিতাঃ মৃত আব্দুল হাসেম কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের হেফাজত থেকে গুলি ভর্তিসহ ০১টি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।
দৈনিক সময় সংবাদ

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ডাকাতি, অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।