ভালুকায় সাংবাদিক পরিচয় দানকারী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সাজা প্রাপ্ত আসামী হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অবস্থান করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে সন্ধ্যায় ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে।

জানা যায়, টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় বারই পাড়া গ্রামের মৃত আব্দুছ ছামাদের ছেলে শরীফ (৪০) টাঙ্গাইল ও ভূয়াপুর থানায় প্রতারণা সহ একাধিক মামলা থাকায় প্রতারণার অভিযোগে একটি মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত হন।

গ্রেফতার এড়াতে প্রায় ২ বছর যাবৎ সোনালী খবর প্রত্রিকার আইডি কার্ড ও এস টিভির লুগু নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে পৌরসভার মেজর ভিটার শাহাব উদ্দিনের বাসায় ভাড়া থেকে অবস্থান করে আসছিল। শুক্রবার বিকালে ভালুকা মডেল থানা পুলিশ ওই বাসা থেকে ১বছরের সাজা প্রাপ্ত আসামী শরীফকে গ্রেফতার করে সন্ধ্যায় ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভালুকা মডেল থানার এস,আই আমিনুল হক জানান,সাজা প্রাপ্ত আসামী হয়েও গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে ভালুকায় অবস্থান করে আসছে। সাজার বিষয়টি নিশচিত হয়ে তাকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি।