মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

জোটন চন্দ্র ঘোষ : ময়মনসিংহের মুক্তাগাছায় আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কলাদিয়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র উজ্বল মিয়া (২৫) পারিবারিক আদালত কর্র্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গত ৭ মার্চ রাতে কলাদিয়া গ্রামের নিজবাড়ি থেকে মুক্তাগাছা থানার উপ-পুলিশ পরির্দশক সোহেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা বলে আটক করেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পারিবারিক আদালত কর্র্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আাটকের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।