গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় স্থানীয় একটি প্রাইমারী স্কুলের শিক্ষক কয়েস আল কায়কোবাদ লাজুক (৪০) ও তার দু’সহযোগী শামছুজ্জামান বাপ্পি (২৫), তৌহিদা আক্তার রুমাকে (৩২) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারী) দিনগত রাত পৌনে ২টায় গৌরীপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বালুয়াপাড়া মোড় এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদেরকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে উল্লেখিত ৩ জনকে গ্রেফতারের খবরে স্থানীয় জনমনে স্বস্তি বিরাজ করছে। এজন্য তারা গৌরীপুর থানার পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। গ্রেফতারকৃত কয়েস আল কায়কোবাদ লাজুক উপজেলার ধূরুয়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে, তৌহিদা আক্তার (রুমা) সতিষার আব্দুল হাইয়ের মেয়ে, শামছুজ্জামান বাপ্পি (রুমার কথিত স্বামী) বোকাইনগর অষ্টগড় গ্রামের আবুল বাসারের ছেলে। গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, উপজেলার ধূরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাদকসেবী ও ব্যবসায়ী কয়েস আল কায়কোবাদ লাজুক ও তার সহযোগীরা তাদের নিজস্ব ফেসবুক আইডিসহ বিভিন্ন ফেইক আইডি দিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ সুশীল সমাজের লোকজনের বিরুদ্ধে নানা অশ্লীল আপত্তিকর মন্তব্য এবং এডিট করা অশ্লীল ছবি পোস্ট করে মানসম্মান ক্ষুন্নসহ তাদেরকে ব্ল্যাকমেইল করে আসছিল। এ চক্রের কু-কর্মের কাছে সবাই ছিল অসহায়, কেউ প্রতিবাদ করতে সাহস পেতনা। অবশেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনকে নিয়ে ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন মন্তব্য ও ফটোশপে এডিট করা আপত্তিকর ছবি পোস্ট করেন তারা। এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারী) রাতে উপজেলা শিক্ষা কর্মকর্তার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় এ ৩ জনকে মাদকসেবন অবস্থায় ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ওসি উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বলেন, শিক্ষক লাজুক কিছুদিন আগে অনিয়মতান্ত্রিকভাবে চারজন শিক্ষককে বদলি করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করেছিলেন। এতে রাজি না হওয়ায় ১৯ ও ২০ জানুয়ারী লাজুক তার নিজস্ব ফেসবুক আইডি ও তার নারী সহযোগী রুমার আইডির মাধ্যমে ওই কর্মকর্তা নিয়ে অশ্লীল মন্তব্য এবং এডিটিং করা আপত্তিকর ছবি আপলোড দেন। শুধু ফেসবুকে পোস্ট দিয়ে ওরা কান্ত হয়নি, তারা এ শিক্ষা কর্মকর্তার ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন অশ্লীল মন্তব্য করেন। ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে এ চক্রের সকল সদস্যকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান। স্থানীয় কয়েকজন জানান, উল্লেখিত লাজুক শিক্ষক হয়েও দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাকে ব্যবসায় সহযোগিতা করে আসছিল মাদকসেবী নারী রুমা। লাজুক নিজের ফেসবুক ও সহযোগী রুমার আইডিসহ বিভিন্ন ফেইক আইডি দিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ অন্যান্য লোকজনের বিরুদ্ধে মিথ্যা আপত্তিকর মন্তব্য ও অশ্লীল পোস্ট করে আসছিল। মাদকাসাক্ত রুমাকে দিয়ে অনেক লোককে জিম্মি করে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছে এ চক্রটি। এদের কুকর্মে মানুষ নাজেহাল হয়ে পড়েছিল। তারা আরো জানান, রুমা মাদকাসাক্ত হয়ে পড়ায় তার প্রথম স্বামী তাকে তালাক দিয়েছেন। এরপর তার জীবনে আসে একাধিক কথিত স্বামী। Share this:FacebookX Related posts: তারাকান্দায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক ধোবাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গনধর্ষণ গ্রেফতার-১ গৌরীপুরে সাইবার ক্রাইমার মাদক সম্রাট লাজুক চাকুরি থেকে সাময়িক বরখাস্ত গৌরীপুরে বিদেশী রিভালবার ও গুলিসহ যুবক গ্রেফতার গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১১ গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত SHARES Matched Content অপরাধ বিষয়: ২ সহযোগীইয়াবাসহ গ্রেফতারগৌরীপুরবিতর্কিত শিক্ষক