তারাকান্দায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন বকশিমূল সাকিনে আমিনুল মাষ্টারের বাড়ীর সামনে হতে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১টি ডিসকভার সহ গাঁজা ১ কেজি ৮০০ গ্রাম ও ০১টি মোবাইল সহ উদ্ধার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, ১৩-০৮-২০২০ ইং তারিখে রাত ২০.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সমীর সরকার, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন বকশিমূল সাকিনে আমিনুল মাষ্টারের বাড়ীর সামনে হতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩৪), পিতা-আব্দুর রশিদ, সাং-ধলিরকান্দা, ২। শেখ মুজিবুর রহমান (৫০), পিতা-মৃত সামছুদ্দীন, সাং-জোরদিগাতি উভয় থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত জব্দকৃত আলামত ০১ (এক) কেজি ৮০০ গ্রাম গাঁজা, ০১টি ১২৫ সিসি নীল রংয়ের ডিসকভার মোটর সাইকেল ও ০১টি মোবাইল সেট সহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল এর ১৯(ক)/৪১ ধারায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মামলা নং-০৯ তারিখ ১৪/০৮/২০২০খ্রিঃ রুজু করা হয়।